ক্রিকেট যুদ্ধের মহড়ায় বাংলাদেশি হ্যাকারদের হাতে ভারতের প্রায় ১২০০ এখন সাইট বন্দি হয়ে আছে


ছিল রুমাল, হয়ে গেল বিড়াল! একটি সোশ্যাল মিডিয়ায় পেজ লাইকের সংখ্যা ছিল ২০ লক্ষ। যা ঘন্টায় ২ হাজার করে কমতে কমতে দাঁড়াচ্ছে প্রায় ১৬ হাজারের কাছাকাছি। এটা সম্ভব হল কী করে! মাথায় হাত পড়েছে আন্তর্জাতিক সংস্থা থেকে ভারতের শেয়ার বাজারের সাইটগুলি।

সূত্রের খবর, ভারতের 'মওকা মওকা' শিরোনামের ভিডিও-র প্রতিবাদ জানাতে এই অভিনব পথ অবলম্বন করেছে বাংলাদেশি হ্যাকাররা। এখনও পর্যন্ত ১২০০-র বেশি ভারতীয় ওয়েবসাইট হ্যাক করেছে তারা। রাইজ অফ দ্য টাইগারস নামে একটি ফেসবুক পেজ খুলেছে হ্যাকাররা। বাংলাদেশের নানা হ্যাকিং গ্রুপ সম্মিলিতভাবে এই কাজ করে চলেছে। 



ওয়েবসাইট হ্যাক করার ফলে ভারতের শেয়ার বাজারের সাইট প্রায় ২০ মিনিট ডাউন হয়ে ছিল। এছাড়া আরও বিগ স্কেলে অ্যাটাকের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশি এই হ্যাকাররা।

তবে শুরুটা করেছে ভারতের কিছু তরুণীরা। কিছুদিন আগে তারা একটি সফ্ট ড্রিঙ্কস সংস্থার বিজ্ঞাপনের আদলে বাংলাদেশকে কটাক্ষ করে ভিডিও তৈরি করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। তারই পাল্টা জবাব দিচ্ছে টাইগারসদের মতো বেশ কিছু হ্যাকাররা। ইতিমধ্যে এক মওকা মওকা-র প্রতিবাদে বাংলাদেশে তৈরি হয়েছে একাধিক ভিডিও।

সূত্র ঃ টাইম্‌স অফ ইন্ডিয়া