যে তিন কারণে হারল বাংলাদেশ

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোয়ার্টার-ফাইনালে ভারতের কাছে ১০৯ রানে হারের কারণ হিসেবে মাশরাফি ৩০ রান বেশি দিয়ে ফেলা, ব্যাটসম্যানদের জুটি গড়তে না পারা আর নিয়মিত বিরতিতে উইকেট হারানোর কথা উল্লেখ করেন।

“ওরা হয়তো ২৭০ থেকে ২৮০ রান করতে পারতো। আমরা কোনো জুটি গড়তে পারিনি।”
৩০৩ রানের লক্ষ্য তাড়া করতে ঝুঁকি নিতেই হতো। তাই তামিম ইকবালের পক্ষেই বললেন অধিনায়ক।
“তিনশ’ রান তাড়া করতে কাউকে আক্রমণে যেতেই হতো। দুর্ভাগ্যজনকভাবে সে থিতু হয়ে আউট হয়ে যায়। আজ ভাগ্য আমাদের সঙ্গে ছিল না। আমরা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছি।”
সুরেশ রায়না ও রোহিত শর্মার ব্যাটিংয়ে ম্যাচ থেকে দূরে সরে যায় বাংলাদেশ। মাশরাফি জানান, এই দুই ব্যাটসম্যানকে আউট করতে সবরকম চেষ্টাই তারা করেছিলেন।
“জানতাম, ৩৫ ওভারের পর ওরা আক্রমণে যাবে; ঝুঁকি নিবে। কিন্তু এই সময়ে আমরা পরিকল্পনা অনুযায়ী বল করতে পারিনি।”
৪০তম ওভারে রুবেল হোসেনের বলে ক্যাচও দিয়েছিলেন রোহিত। কিন্তু আম্পায়ার ‘নো’ ডাকায় বেঁচে যান তিনি। 
“সব কিছু চেষ্টা করেছি। আমরা ২০/৩০ রান বেশি দিয়েছি। হয়তো একটা উইকেট পেলে ছন্দটা আমাদের দিকে চলে আসতো, যেটা হয়নি।
ব্যাটিংয়ে আরেকটু ভালো করা সম্ভব ছিল বলে মনে করেন মাশরাফি।
“বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা ছিল। আজকের ম্যাচটা ভালো খেলতে পারলে খুব ভালো লাগতো, আমরা চেয়েছিলামও। ব্যাটিংয়ে আমরা আরো ভালো করতে পারতাম। দুর্ভাগ্যজনকভাবে পারিনি, এটা খুব হতাশাজনক ছিল।”
সূত্র ঃ বিডি নিউজ