পাঁচ জন ফেসবুক ব্যবহারকারীকে খুঁজছে বাংলাদেশ সরকার

পাঁচজন ফেসবুক ব্যবহারকারীকে খুঁজছে সরকার। ইতিমধ্যে ফেসবুক কর্তৃপক্ষের কাছে পাচঁটি অ্যাকাউন্টের বিশদ তথ্য চেয়ে আবেদনও পাঠিয়েছে বাংলাদেশ। তবে আবেদনগুলো সরকারের কোন প্রতিষ্ঠান বা সংস্থা থেকে করা হয়েছে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে নিশ্চিত হওয়া যায়নি।

আজ সোমবার ফেসবুক প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এই নিয়ে গত দেড় বছরে ৩৪ জনের বিষয়ে তথ্য চেয়ে ফেসবুকের কাছে অনুরোধ জানালো সরকার।
ফেসবুকের দাবি, সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে তারা বাংলাদেশকে এখনও কোনো তথ্য দেয়নি।
২০১৪ সালের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে ফেসবুকের কাছে এসব অনুরোধ জানানো হয়েছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, প্রতি ৬ মাস পর পর ফেসবুক এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।